শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাছ ও সবজির বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক

মাছ ও সবজির বাজার চড়া

মাছ ও সবজির দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে। বাজারে প্রচুর সরবরাহ থাকার পরও ফের লাগামহীন সবজির দাম। ৬০-এর নিচে তেমন কোনো সবজি নেই বললেই চলে। এক কেজি মাছ ২০০ টাকার কমে মিলছে না। শত টাকার নিছে মিলছে না পিঁয়াজ। গত সপ্তাহে পিঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর শনির আখড়া বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, গোল বেগুন ৮০-৯০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, করলা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, ঢেড়স ৭০-৮০ টাকা, মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা, জালি ৫০-৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, মরিচ ১৬০ টাকা, ধুন্দল ৬০-৭০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকায়, টমেটো ১৪০ টাকা, মুলা ৬০ টাকা, আলু ৪৫ টাকা, মুখিকচু ৮০-৯০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, পাটশাক আঁটি ১৫-২০ টাকা, লালশাক ২০ টাকা আঁটি বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারের দোকানের তুলনায় ফুটপাতের দোকানগুলোতে প্রতিটি সবজি ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দেখা যায়, পাঙাশ মাছ (বড় সাইজের) বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। ছোট আকারের পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। তাছাড়া ইলিশ ১ কেজি ওজনের ১০০০ টাকা, রুই ৪০০ টাকা, কই ২৫০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, শিং ৪৫০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, চিংড়ি মাছ ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে আগের মতোই আছে মাংসের দাম। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা, লেয়ার মুরগি ৩৮০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা আর দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন ৫-১০ টাকা কমে মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫-১৫৫ টাকা ডজন। গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় আর খাসির মাংস প্রতি কেজি ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। শনির আখড়া বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী হানিফ মাহমুদের সঙ্গে। তিনি বলেন, আগে বাজারে একটা বাজেট নিয়ে আসলে যতটুকু কিনতে পারতাম, এখন তার অর্ধেক কিনতে পারি। পণ্যের দাম বোধহয় আর কখনো কমবে না। এভাবে চললে সামনে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। সব কিছুর দাম তো শুধু বেড়েই চলছে। আমাদের মতো সাধারণ জনগণের কথা কেউ ভাবে না। এই যে দাম বাড়ছে, কিন্তু আমাদের আয় রোজগার তো বাড়ছে না।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর