শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর আদর্শ চিরপ্রবহমান থাকবে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবাদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তাঁর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি মর্যাদাবান ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। গতকাল চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে নায়েবুল ইসলাম ফটিকের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি ওমর হাজ্জাজ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন, কাউন্সিলর আবদুল মান্নান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর