শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্কুলঘর ভেঙে নিয়ে গেলেন সভাপতি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে রাতের আঁধারে স্কুলঘর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কমিটির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় গতকাল মামলা হয়েছে। সভাপতির এমন কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে চর মানিকা ইউনিয়নের চর আইচা গ্রামে বেসরকারি সংস্থা কো-এইডের আর্থয়ানে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৭ বছর ধরে পাঁচজন শিক্ষক দিয়ে স্কুল পরিচালিত হয়ে আসছে। সরকারিভাবে বিদ্যালয় এলাকায় ঘূর্ণিঝড় কাম-সাইক্লোন সেল্টার নির্মাণ হলে স্কুলের পাঠদান চালু রাখার কথা। এরই মধ্যে কো-এইড প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বশির উল্লাহ সাইক্লোন সেল্টারে পূর্ব চর আইচা আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল চালু করেন। এ নিয়ে দুই স্কুল কর্তৃপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়।  বশির উল্লাহর প্রতিষ্ঠিত নতুন স্কুলে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় কো-এইড প্রাথমিক বিদ্যালয়ের  টিনসেট ঘর ভেঙে নিয়ে যান তিনি। বিদ্যালয়ে আলমিরা, টেবিল-চেয়ার, বেঞ্চ ও প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যান। মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা দেখে স্কুলঘর নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও এলাকার কিছু লোকের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। স্কুলের মালামাল উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বশির উল্লা ও তার ছেলেরা এলাকা ছেড়ে পালিয়েছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর