শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অর্থ পাচারকারী ও লুটেরাদের বিচার এই মাটিতেই হবে : রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সবকিছু আজ সিন্ডিকেট ও লুটেরা গোষ্ঠীর দখলে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো মদদ দিয়ে চলেছে। দেশের অনেক মানুষ কম খেয়ে, ছেলেমেয়েকে স্কুল-কলেজে না পাঠিয়ে, অসুস্থ হলে যথাযথ চিকিৎসা না করে টিকে আছে। আর ঋণের বোঝা বেড়েই চলেছে। এদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। টাকা পাচারকারী, দুর্নীতি, লুটপাটকারী ও এর মদদদাতাদের বিচার বাংলার মাটিতেই হবে। গতকাল রাজধানীর মিরপুর-কাফরুলে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন। দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে সিপিবির এই নেতা বলেন, লুটেরা শাসনের অবসান ছাড়া দেশবাসীর মুক্তি নেই। এজন্য সংগ্রামের মাধ্যমে চলমান দুঃশাসন হটিয়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় বসাতে হবে। তিনি ১৫ সেপ্টেম্বর ঢাকায় বাম জোট আহূত সমাবেশ সফল করার আহ্বান জানান। সিপিবি কাফরুল থানার সভাপতি আলী কাউসার মামুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, সাধারণ সম্পাদক লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর