রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গাবতলী উপজেলার তরণীহাটে ইছামতী নদীতে ১১টি নৌকার এ বাইচ প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার মানুষ নদীর উভয়পাড়ে ভিড় করেন। নৌকাবাইচকে ঘিরে এলাকায় বসে মেলাও।

গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এ নৌকাবাইচ। গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ বাইচের আয়োজন করা হয়। গাবতলী, শাজাহানপুর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ১১টি নৌকা নিয়ে বাইচটি অনুষ্ঠিত হয়। তরণীহাট ব্রিজের উত্তর থেকে যাত্রা শুরু করে ১ কিলোমিটার দক্ষিণে গিয়ে বাইচ শেষ হয়। এ সময় ইছামতী নদীর দুই পাড়ে দাঁড়িয়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে, ব্রিজের রেলিংয়ে উঠে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় ১১টি দল প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে। পরে সেখান থেকে আটটি দল কোয়ার্টার ফাইলের প্রতিযোগিতা করে। এরপর সেমিফাইনালে উড়াল পঙ্খি বনাম সততা এবং আল্লাহ ভরসা বনাম ইনশাল্লাহ এর মধ্যে লড়াই হয়।

নৌকাবাইচ শেষে প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন- কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক লালু, সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, গাবতলী থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র দাস, বালিয়াদীঘি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী ফকির, নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি শাহনেওয়াজ জাকিরসহ বালিয়াদীঘি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর