রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

১৬ মেডিকেল কলেজে শিক্ষার্থী উত্তীর্ণের হার ৭৩.৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৬টি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত (প্রথম ব্যাচ) শিক্ষার্থীদের ফাইনাল পেশাগত পরীক্ষায় ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮৩৭ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণের হার ৭৩ দশমিক ৩ শতাংশ। তাছাড়া, দুটি ডেন্টাল কলেজে মোট ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের হাতে চিকিৎসা অনুষদের ডিন, অধ্যাপক ডা. সাহেনা আক্তার সিন্ডেকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, সব অনুষদের ডিন, সব মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের অধ্যক্ষদের উপস্থিতিতে ফলাফল হস্তান্তর করেন।  

পরে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে ফলাফল হস্তান্তর উপলক্ষে একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। বেসিক সায়ন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলামের উপস্থাপনা এবং চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্বব্যিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর