শিরোনাম
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গায়েহলুদ অনুষ্ঠানে কোরআন খতমের ছবি ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গায়েহলুদ অনুষ্ঠানে কোরআন খতমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার কমলপুর গ্রামের গাজীবাড়িতে এ আয়োজন হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কমলপুর গ্রামের ব্যবসায়ী গাজী মো. দেলোয়ার হোসেনের সৌদি প্রবাসী ছেলে গাজী মো. রবিউল হাসানের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার রাতে গায়েহলুদের আয়োজন করে। সেখানে নান্দনিক মঞ্চ তৈরিসহ আলোকসজ্জা করা হয়। পাশাপাশি বরের বাবা মাদরাসা থেকে ১০ জন হাফেজ এনে কোরআন খতমের ব্যবস্থা করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিয়েবাড়িতে এলাকার লোকজন ভিড় করেন। এ বিষয়ে গাজী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান। আমি চাই, বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক সম্পন্ন হোক। তাই আমি কোরআন খতমের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি।’

গ্রামের বয়োজ্যেষ্ঠ বাবুল সর্দার বলেন, সাধারণত বিয়ের গায়েহলুদ অনুষ্ঠানে উচ্চ স্বরে গান-বাজনার কারণে রাতে ঘুমানো যায় না। এই প্রথম দেখলাম গায়েহলুদ অনুষ্ঠানে নাচ-গানের পরিবর্তে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এটা সত্যিই ভালো দিক।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, গায়েহলুদ অনুষ্ঠানে কোরআন খতমের আয়োজনটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর