সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রূপচাঁন সুন্দরীর পালা মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

রূপচাঁন সুন্দরীর পালা মঞ্চস্থ

যে কোনো লোককাহিনি চিরকাল গভীরভাবে নাড়া দেয় সংস্কৃতিপ্রিয় বাঙালির হৃদয়ের গহিনে। আবহমান বাংলার রূপ, সুষমা ও কৃষ্টি-কালচার উপস্থাপিত হয় বলে প্রযুক্তির উৎকর্ষতা এবং আকাশ সংস্কৃতির এ আধুনিক যুগেও বাঙালির মনের গভীরে বিশাল এক জায়গা দখল করে আছে লোককাহিনি। বিষয়টি মাথায় রেখেই বঙ্গলোক মঞ্চে এনেছে তাদের দর্শকনন্দিত পালা ‘রূপচাঁন সুন্দরীর পালা’। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হয় পালাটি। এটি বঙ্গলোকের প্রথম নিরীক্ষাধর্মী প্রযোজনার ৬০তম পরিবেশনা। পালাটির রচনা ও নির্দেশনায় ছিলেন সায়িক সিদ্দিকী। গ্রামের এক ষোড়শী সুন্দরী কন্যা রূপচাঁন। যার প্রণয় হয়েছিল মজলিশপুর গ্রামের ছেলে সুজনের সঙ্গে। এ প্রণয়ের ইতিবাচক পরিণতি হিসেবে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের রাতটি রূপচাঁনের জীবনে কালরাত হয়ে দেখা দেয়। এ রাতেই রূপচাঁনের সৎ মা তার অজান্তে তার ভাতিজা সেফা মিয়ার পরামর্শে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে সুজনকে খাওয়ানোর জন্য রূপচাঁনের হাতে দেন। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে বাসর ঘরেই মারা যান সুজন। অন্যদিকে রূপচাঁনের বাবাকে মেরে রূপচাঁনকে তুলে নিয়ে যায় সেফা মিয়ার বাড়িতে। সেখানে রূপচাঁনকে ধর্ষণ করে সেফা মিয়া। রূপচাঁন সুন্দরী সেফা মিয়া দ্বারা ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করেন। এভাবেই শেষ হয় ‘রূপচাঁন সুন্দরী পালা’র কাহিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সায়িক সিদ্দিকী, জিয়াউল হক সোহাগ, রাজীব রাজ তানভীর হোসেন সামদানী, রবিন বসাক, সুব্রত, পলাশ হেনড্রী সেন, বিশ্বজীৎ বৈরাগী, তন্ময় ঘোষ, সাবরিনা আহমেদ, আমিনুল আশরাফ, কল্যাণ, মোরশেদ, সুমাইয়া, মাসুক, নীরব, শরীফ, অনুপম, মুকুল দত্ত, রাজীব রাজ, শামীমা শওকত লাভলী, কৃষ্টি, কামরুল হাসান ফেরদৌস, ফজলে রাব্বী সুকর্ণ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর