সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেতার শিল্পীদের সম্মানী থেকে উৎসে কর কর্তন বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেতার শিল্পীদের সম্মানী থেকে উৎসে কর কর্তন বাতিল দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। সম্মিলিতি বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে গতকাল রংপুর টাউন হলের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। বিভাগীয় লেখক পরিষদের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী মো. জুন্নুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ড. শাশ্বত ভট্টাচার্য, রংপুর নাট্য কেন্দ্রের সংগঠক রাজ্জাক মুরাদ, আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিন,  লেখক রানা মাসুদ, কবি সাকিল মাসুদ, আবদুল মজিদ হিরু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিল্প-সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে বেতার শিল্পীদের সম্মানী বাড়ানো প্রয়োজন। অথচ সেটি না বাড়িয়ে শিল্পীরা যে সামান্য সম্মানী পান সেখান থেকে শতকরা ১০ ভাগ উৎসে কর কর্তন করার সিদ্ধান্ত হয়েছে; যা অত্যন্ত অযৌক্তিক।

শিল্পীদের সাংস্কৃতিক অঙ্গনে টিকিয়ে রাখতে সম্মানী বৃদ্ধি ও উৎসে কর কর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর