মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দিনে গরম রাতে ঠান্ডা

উত্তরে শীতের আমেজ, দেখা দিয়েছে সর্দি-কাশি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দিনে গরম রাতে ঠান্ডা

রংপুর এবং এর আশপাশ এলাকায় তিন ধরনের আবহাওয়া বিরাজ করছে। দিনে প্রচ  গরম, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা-শিশিরবিন্দু পড়তে দেখা গেছে। কয়েকদিনের বৃষ্টির পর আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। ভোরবেলা দেখা যায় শিশিরবিন্দু ও কুয়াশা। বাংলা বর্ষপঞ্জিকা মতে এখন শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাসকে ঘিরে থাকা শরৎকে সাধারণত ঋতুর রানি বলা হয়। ভাদ্রের ২০ দিন পেরিয়েছে গতকাল। এ ঋতুতে কাশফুল, মেঘমুক্ত নীল আকাশ আর ফসলের মাঠ সবুজে ভরে যায়। প্রতি বছর এমনটা হলেও এবার কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে। এ অঞ্চলে বন্যার রেশ কাটতে না কাটতেই অনেক স্থানে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পর দিনে প্রচ  গরম আবার ভোরে শিশিরভেজা আমেজ বিরাজ করছে। শরৎকালে এমনটা হওয়ার কথা না থাকলেও তাই হচ্ছে। দিনের বেলা ভ্যাপসা গরমে বেশির ভাগ বাড়িতেই দেখা দিয়েছে জ্বর ও সর্দি-কাশি। এমন জ্বর-সর্দি নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় রয়েছেন। এদিকে  গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত অনেক স্থানে শিশির পড়তে দেখা গেছে। রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, শনিবার ভোরে রংপুরসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এ সময় এ অঞ্চলের আবহাওয়া এমনই থাকে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর