বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নীরবে কাটল সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নীরবে কাটল সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী

অনেকটা নীরবেই কাটল সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে অন্যান্য বছর সিলেটে আলোচনা সভাসহ বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে। এবার শুধু মিলাদ মাহফিলে সীমাবদ্ধ ছিল। তবে জেলা ও মহানগরের কয়েকজন নেতা সাইফুর রহমানের কবর জিয়ারতসহ পারিবারিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই সিলেট জেলা ও মহানগর বিএনপি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। দলের বাইরে কর্মসূচি পালন করে ‘সাইফুর রহমান স্মৃতি পরিষদ’। সিলেট সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওই পরিষদের আহ্বায়ক। মূলত তিনিই এই সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করতেন।

 এছাড়া প্রতি বছর সিলেটের শীর্ষ নেতারা সাইফুর রহমানের কবর জিয়ারতে মৌলভীবাজারে তাঁর গ্রামের বাড়ি বাহারমর্দনে যান। এ বছর কবর জিয়ারতে গেলেও বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। জেলা-মহানগরের শীর্ষ নেতা ছাড়া কেবল সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদিরসহ কয়েকজন নেতা কবর জিয়ারত করতে মৌলভীবাজারে যান। তারা সাইফুর রহমানের পরিবারের উদ্যোগে সাইফুর রহমান স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া বাদআসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর