বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৭০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক

৭০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

এক কার্যদিবস কিছুটা মূল্য সংশোধনের পর আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে প্রায় দেড় মাস পর ঢাকার বাজারে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৮৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৬৮টির। আর ১৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। সবকয়টি মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতি বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৭৭ কোটি ৫ লাখ টাকা।

লেনদেন বেড়েছে ১৫৭ কোটি ২৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষ ছিল ফুওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৬০ কোটি ৯৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকার। ২৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইনস্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টির। দাম কমেছে ৪০টির এবং ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ১৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর