বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিন জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- রহিম উল্লাহ (৩৮), মো. শাহীন (৩৫) ও আরমান (২২)। এর আগে রবিবার রাতে ওসমান গণি (২০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনায় আহত ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গতকাল তিনজন মারা যান। এর মধ্যে রহিম উল্লাহ দগ্ধ হন ৬৫ শতাংশ, মো. শাহীন ৩৫ শতাংশ ও মো. আরমান দগ্ধ হন ৭০ শতাংশ। এ ছাড়া এ ঘটনায় আহত দুজন আইসিইউতে এবং দুজন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা এফবি লাকি নামের একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছয় নম্বর ঘাটে নোঙর করা ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন। এর মধ্যে ১২ জন দগ্ধ হন। ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মোট চারজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর