শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মসজিদের পুকুরে মিলল ইমামের লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মসজিদের পুকুর থেকে এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন (৪০) নামের ওই ইমামের লাশ উদ্ধার করা হয়। আলাউদ্দিন ওই মসজিদে ইমামতি করতেন। তিনি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, প্রায় ৮ মাস হলো মাওলানা আলাউদ্দিন ওই মসজিদে ইমামতি করে আসছেন। গতকাল সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। এরপর তিনি পুকুরে গোসলে নামেন। দুপুরে ওই পুকুরে গোসল করতে আসা স্থানীয় লোকজন ঘাটে কাপড় রাখা দেখে ইমামকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুর থেকে ইমাম আলাউদ্দিনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের লাশ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেন।  ইমামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর