শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রশ্নফাঁসের অভিযোগে দুই কর্মচারী বরখাস্ত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন বিভাগের সিনিয়র সর্টার মো. শহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী আশ্রাফ। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের প্রশ্নফাঁসে জড়িত কর্মচারী শহিদুল ও আশ্রাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আগের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন এবং স্থগিত পরীক্ষা নিতে বলা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ মোস্তফার সব পরীক্ষা বাতিল করা হয়েছে। জাহিদ পরবর্তীতে অনুষ্ঠিতব্য বাকি পরীক্ষাগুলো দিতে পারবেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর