বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

একাদশে ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। গতরাতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছিলেন। রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট (http://xiclassadmission.gov.bd/) থেকে ফল সংগ্রহ করতে পারবেন ভর্তিচ্ছুরা। তথ্য মতে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ১২ টার মধ্যে ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেননি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর