শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রচ্ছদশিল্পী তারিনের আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত প্রায় অর্ধশত বইয়ের প্রচ্ছদশিল্পী তারিন সুলতানা জ্যোতি আত্মহত্যা করেছেন। তার আগে তিনি এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দেন। তবে তাঁর পরিবারের দাবি এটা হত্যাকাণ্ড। গত বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের কাজী নজরুল ইসলাম লেন (কোর্টপাড়া) এলাকার স্বামীর ভাড়া বাসার দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তারিন সুলতানা মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মশিউর রহমানের মেয়ে ও কুমিল্লার নবীন হোসেনের দ্বিতীয় স্ত্রী। নবীন ব্যবসায়িক সূত্রে কুষ্টিয়া শহরে বাসা ভাড়া নিয়ে স্ত্রী তারিন ও এক বছরের কন্যা নিয়ে বসবাস করছিলেন। তারিনের বাবা মশিউর রহমান জানান, আড়াই বছর আগে নবীন হোসেনের সঙ্গে তারিনের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি মেয়েও রয়েছে।

নবীন তারিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তারিনকে হত্যা করে নবীন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। তারিন হত্যার বিচার দাবি করেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর