শিরোনাম
রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে বিশৃঙ্খলা করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

নির্বাচনে বিশৃঙ্খলা করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেটা দেশের মানুষ জানে। সুষ্ঠু নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

গতকাল সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আবদুল মজিদ কলেজের ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতের নিবন্ধন ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জামায়াত জঙ্গি সংগঠন, সেটা দেশের মানুষ জানে। দলটি আগামী জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেওয়া হবে কি না, সেটা সরকারের দেখার বিষয় নয়। বিষয়টি দেখবে নির্বাচন কমিশন। কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা সেটা মেনে নেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর