রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর

দুই মামলায় আসামি ১ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১ হাজার শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। গতকাল রাতে হাটহাজারী থানায় ভাঙচুরের ধারায় এসব মামলা হয়। একটিতে বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক ও আরেকটিতে বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন থেকে আসবাবপত্র বের করে বাসভবনের উঠানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন গতকাল রাত সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত চলছে। গত বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনের ছাদে চড়ে যাওয়ার সময় হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৬ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন। এ ঘটনা কেন্দ্র করে রাত ১২টার দিকে ৬৫টি যানবাহন, উপাচার্যের বাসভবন, শিক্ষক ক্লাব এবং পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর