সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অর্ধযুগ পর হচ্ছে রাবি ছাত্রলীগের সম্মেলন

রায়হান ইসলাম, রাবি

অর্ধযুগ পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের চাওয়া যোগ্য নেতৃত্বে সংগঠনের সার্বিক গতিশীলতা। তবে অভিযোগ আছে, গত দুই দশক ধরে এ শাখার শীর্ষ দুই পদ রয়েছে ‘স্থানীয়’ নেতৃবৃন্দের দখলে। ফলে রাজশাহীর বাইরের যোগ্য প্রার্থীদের অবমূল্যায়নে ব্যাহত হচ্ছে সংগঠনের কাক্সিক্ষত লক্ষ্য। এবারও ক্যাম্পাসে একই জনশ্রুতি থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক পদপ্রার্থী জানান, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে কেবল রাজশাহীর স্থানীয়রাই আসে। বাইরের যোগ্য প্রার্থী থাকলেও তারা মূল্যায়িত হয় না। অথচ সংগঠনের জন্য তারা ক্যাম্পাসে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তারপরেও কেবল স্থানীয়দেরই মূল্যায়ন যেন একটি অলিখিত রীতিতে পরিণত হয়েছে। ফলে ক্যাম্পাস রাজনীতিতে আগ্রহ হারাচ্ছেন বাহিরাগত শিক্ষার্থীরা এবং সংগঠন কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। তাই নতুন কমিটিতে বিষয়টি বিবেচনার দাবি জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬২ সাল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫টি কমিটি হয়েছে। আশির দশক পর্যন্ত এ শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন বিভাগ থেকে নেতৃত্ব এসেছে। যারা দক্ষতার সঙ্গে ক্যাম্পাসে দায়িত্ব পালন করেছেন। কিন্তু পরবর্তীতে এ শাখার নেতৃত্ব ক্রমেই রাজশাহী বিভাগেই আবদ্ধ হয়ে পড়ে। এ ছাড়া গত প্রায় এক যুগে রাবি ছাত্রলীগের তিন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হয়েছেন ক্যাম্পাস সংলগ্ন এলাকার প্রার্থীরা। বর্তমান কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার বাড়ি ক্যাম্পাস সংলগ্ন মেহেরচন্ডি এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর বাড়ি নগরীর নওহাটা এলাকায়। এর আগে গত ২০১৫ সালের কমিটিতে সভাপতি ছিলেন ক্যাম্পাস সংলগ্ন মেহেরচন্ডির রাশেদুল ইসলাম রাঞ্জুর ও সাধারণ সম্পাদক কাজলার খালিদ হাসান বিপ্লব। ২০১৩ সালে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান রানার বাড়ি রাজশাহী বাগমারা ও সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনের বাড়ি বাঘা উপজেলায়। ২০১০ সালে সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর বাড়ি ক্যাম্পাস-সংলগ্ন তালাইমারী। এ ছাড়া ২০০৪-১০ সালে পর্যন্ত সভাপতি ছিলেন পাবনার ইব্রাহিম হোসেন মুন ও সাধারণ সম্পাদক হন রাজশাহীর মোহনপুর উপজেলার আয়েন উদ্দিন। ২০০২-২০০৪ সাল পর্যন্ত আহ্বায়ক ছিলেন ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকার কামরুজ্জামান চঞ্চল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর