সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

সাঁজোয়া কোরের ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সাঁজোয়া কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল, বগুড়া সেনানিবাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সেনাপ্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে নবনির্মিত সিমুলেটর কমপ্লেক্সের উদ্বোধন করেন। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন। সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ছাড়াও সেনাপ্রধান বগুড়া এরিয়ার সব পদবির সেনা সদস্যদের উদ্দেশে দরবার নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর