সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিল্পী শাহাবুদ্দিনের ৭৪তম জন্মদিন আজ

প্রতিদিন ডেস্ক

শিল্পী শাহাবুদ্দিনের ৭৪তম জন্মদিন আজ

বরেণ্য চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন আজ। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের ১৭ নম্বর প্লাটুনের কমান্ডার ছিলেন। তার শিল্পকর্মে স্বাধীনতা যুদ্ধের প্রভাব দেখা যায়। শাহাবুদ্দিন আহমেদ ১৯৭৩ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৪ সালে ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য প্যারিসে যান। আন্তর্জাতিক শিল্প অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, চীন, কোরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, কিউবা, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যসহ আরো অনেক দেশে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে। পৃথিবীর বিখ্যাত জাদুঘরে তার চিত্রকর্ম স্থান পেয়েছে। ১৯৫০ সালের এই দিনে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার আলগী গ্রামে জন্মগ্রহণ করেন।- বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর