শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সুপ্রিম কোর্টে নতুন পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নতুন একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল এ পাঠাগার উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, তাফাজ্জল ইসলাম, সৈয়দ মাহমুদ হোসেন ছাড়াও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগের বর্তমান বিচারপতিসহ আইনজীবী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বিচারপতিদের জন্য জাজেজ লাউঞ্জে আরেকটি পাঠাগার আছে। উদ্বোধনের পর নতুন পাঠাগারে আইন-বিচার সংক্রান্ত চার হাজার বই দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি হয়তো কিছুদিন পর আর থাকবো না। আমার পরিবারে কোনো আইনজীবী নেই। তাই সারা জীবনের সংগ্রহ করা চার হাজার বই সুপ্রিম কোর্টে ডোনেট করলাম। আমার বিশ্বাস এখানে বইগুলোর সঠিক ব্যবহার হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর