শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন দায়িত্ব নিচ্ছেন আজ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনে তৃতীয় নির্বাচিত মেয়র হিসেবে জায়েদা খাতুন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় নগর ভবনে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে নগর ভবনের দক্ষিণে রথখোলা এলাকায় বঙ্গতাজ অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হবে দেশের ইতিহাসে দ্বিতীয় নারী মেয়র এবং গাজীপুর সিটির প্রথম নারী মেয়রকে। অপরদিকে গতকাল ছিল ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের শেষ কর্মদিবস। গাজীপুর সিটি নির্বাচনে সারা দেশে ব্যাপক আলোচিত জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নির্দেশনায় তার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক এবং সিটি করপোরেশনের লোকজন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর