শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতে পাচারের সময় আটক ৩২৫ কেজি ইলিশ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৩২৫ কেজি ইলিশ আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে শনিবার এ বিপুল পরিমাণ ইলিশ আটক করে বিএসএফ। গ্রেফতার পাচারকারীর নাম নিতাই মন্ডল। সে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার অন্তর্গত তালতলী গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে জানায়, এ মাছ মুর্শিদাবাদের তালতলী গ্রামের বাসিন্দা বাপন মন্ডলের কাছে হস্তান্তর করতে যাচ্ছিল। গতকাল বিএসএফ এক বিবৃতিতে জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ফারজিপাড়া সীমান্ত চৌকিতে কর্তব্যরত অ্যাডহক-৯ ব্যাটালিয়নের জওয়ানরা ৩২৫ কেজি ইলিশ আটক করেছে। জব্দকৃত মালামালসহ আটক চোরাকারবারিকে জেলার জলঙ্গীতে শুল্ক বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর