মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খাগড়াছড়িতে অপহৃত পাঁচ পরিবহন শ্রমিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সন্ত্রাসীদের হাতে অপহৃত চার পরিবহন শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুর্গম পাহাড়ি এলাকায় পণ্য নিয়ে যাওয়ার সময় রবিবার রাত ৯টার দিকে রামগড় উপজেলার দুর্গম ‘যৌথখামার’ এলাকার বেলায়েতের বাগান থেকে তাদের অপহরণ করে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা। গতকাল ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যানসহ তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া পরিবহন শ্রমিকরা হচ্ছেন- দুটি কাভার্ড ভ্যানের চালক আনোয়ার হোসেন ও মনির মিয়া এবং তাদের (চালকের) সহকারী হান্নান মিয়া ও জায়েদ হোসেন। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার রাতে দুর্গম পাহাড়ের যৌথখামার এলাকায় ওই দুটি কাভার্ড ভ্যানের চালক ও সহকারীদের অপহরণ করে সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পর সেখানে রাতভর অভিযান চালানো হয়। গতকাল ভোরে তাদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্টরা জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সন্ত্রাসীরা এ এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় রবিবার রাতে অস্ত্রের মুখে চালক-হেলপারসহ ওই কাভার্ড ভ্যান দুটি তারা অপহরণ করে। তবে যৌথবাহিনীর অভিযান শুরু হলে কাভার্ডভ্যান ও চালক ও সহকারীদের ফেলে পালিয়ে যায়। ৬ সেপ্টেম্বর সাজেকে যাওয়ার পথে রাঙামাটি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে অপহরণ করে সন্ত্রাসীরা। সেনাবাহিনীর কয়েক ঘণ্টার অভিযানের পর তাকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর