মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভূমি অপরাধ আইন নিয়ে গুজব মন্ত্রণালয়ের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ এখনো চূড়ান্ত না হলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আইনটি পাসের ভুয়া খবর। এমনকি আইন পাসের একটি ‘ভুয়া গেজেট’ ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। এতে ভূমি নিয়ে নানা জটিলতায় থাকা লাখ লাখ মানুষ বিভ্রান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে গতকাল সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে ভূমি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে মর্মে যে খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, তা গুজব। এ ধরনের ভুয়া খবর জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া খবর/গুজব ছড়ানো বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। প্রকৃত তথ্য হচ্ছে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রস্তুত ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর