মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে শপথ খুবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সম্মান ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিং ও মাদক মুক্ত রাখার শপথ নিয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনে পাঁচ দিনব্যাপী ‘একাডেমিক কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন’ শীর্ষক কর্মশালায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত রাখা ও সকল প্রকার অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকার শপথ নেন শিক্ষার্থীরা।

উপাচার্য বলেন, এ প্রতিষ্ঠানে লেখাপড়া ও গবেষণার প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়। তোমাদের ভবিষ্যৎ কীভাবে তৈরি হবে তা সম্পূর্ণ তোমার হাতে। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। কর্মশালায় নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের উপায়, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তৃতা করেন প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার ও প্রফেসর তাসলিমা খাতুন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর