মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত দিবসগুলো কীভাবে পালন করবে সে বিষয়ে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নতুন করে নির্দেশনা দিয়েছে সরকার। কোন কোন দিবসের কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশনা আলোকে নিতে হবে তা নির্ধারণ করে দিয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ ‘জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন’ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। একই সঙ্গে ২০২২ সালের ৪ ডিসেম্বর জারিকৃত এ-সংক্রান্ত পরিপত্র বাতিল করা হয়েছে। আগের মতোই সবগুলো দিবসকে তিনটি শ্রেণিতে রাখা হয়েছে। ‘ক’ শ্রেণিতে থাকা ২২টি দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন বা পালন করা হবে।

‘খ’ শ্রেণিতে তিনটি দিবস যুক্ত করে ৩৬টি দিবস করা হয়েছে। ‘গ’ শ্রেণিতে ১টি দিবস কমিয়ে ৩৩টি করা হয়েছে। তিন ধরনের দিবস ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ ও সংশ্লিষ্ট দফতরগুলো আরও কিছু দিবস পালন করে থাকে, যেগুলো গতানুগতিক ধরনের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর