বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় উত্থান

তিন দিন দরপতনের পর শেয়ারবাজারে উত্থান হয়েছে। প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় মূল্যসূচক যেমন বেড়েছে, তেমনি বেড়েছে লেনদেনের গতি। সপ্তাহের তৃতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ডিএসইতে দিনের লেনদেন শেষে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ২৯টির এবং ১৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা কোম্পানি রয়েছে ৪৭টি। আর দাম কমার তালিকায় বিমা কোম্পানি আছে তিনটি। বিমা কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে এমন দাপট দেখানোর দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৪৬ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৭২ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৪৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। দাম কমেছে ২৭টির এবং ৯৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭ কোটি ৮৮ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর