বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু টানেলের মূল কাজ শত ভাগ শেষ

চট্টগ্রামে সেতু সচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল কাজ শতভাগ শেষ হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৮ অক্টোবর টানেল যান চলাচলের জন্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে টানেল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভায় এ তথ্য জানান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন। সভায় সেতু বিভাগের সচিব মনজুর হোসেন বলেন, টানেলে কোনো ধরনের গাড়ি চলবে তা সিদ্ধান্ত হয়ে  গেছে। টোলও নির্ধারণ করা হয়েছে। টানেলের ডিজাইন অনুযায়ী, ভিতরে ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলবে। যেহেতু টানেল কনসেপ্ট আমাদের জন্য নতুন, সেজন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। টানেল অন্য যেকোনো ব্রিজ বা সড়কের চেয়ে সম্পূর্ণ আলাদা।

এ মুহূর্তে বাইক ও থ্রি-হুইলার চালানো টানেলের জন্য নিরাপদ হবে না। সভায় আরও বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশন  তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, টানেল প্রকল্প পরিচালক হারুন উর রশিদ প্রমুখ।

সর্বশেষ খবর