বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্ত্রী হত্যার ১৯ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলায় বুড়িয়ারডাঙ্গা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহিদ হাসানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার পর তিনি পরিচয় পাল্টে ১৯ বছর আত্মগোপনে ছিলেন। গতকাল তাকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার জাহিদ খানজাহান আলী থানার পাড়িয়ারডাঙ্গার কাওসার মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। ২০০৪ সালে ১০ দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে স্ত্রীকে হত্যার পর লাশ নদীতে ফেলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ওই বছরের ৬ জানুয়ারি তার বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় মামলা হয়। পরে বিচারিক কার্যক্রম শেষে জাহিদ হাসানের যাবজ্জীবন কারাদন্ড হয়। এদিকে কিছুদিন ভারতে পালিয়ে থাকার পর তিনি দেশে ফিরে নাম ঠিকানা পরিবর্তন করে আরেকটি বিয়ে করেন এবং ফুলতলার বেজেরডাঙ্গায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

 

খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার দাস জানান, নিজেকে আড়াল করতে তিনি মুখে দাড়ি রেখে ‘হোসেন’ নামে এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জাহিদকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর