বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আমদানি পণ্যের দাম বাড়িয়েছে ডলার

বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে আমদানিনির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের বিনিময়মূল্য এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানিনির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। তবে নিত্যপণ্যের দামবৃদ্ধি রোধে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। গণফোরামের মোকাব্বির খানের এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, সরকারের সময়োচিত পদক্ষেপে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বাজারে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি দলের বেনজীর আহমদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সাড়ে ১৫ হাজার মিলিয়ন ডলার। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭ হাজার মিলিয়ন ডলার। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গেই সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। সার্কভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ২৩ হাজার মিলিয়ন ডলার।

আওয়ামী লীগের আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিবহন ব্যয় বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানিনির্ভর নিত্যপণ্যের মূল্য বেড়েছে।

সর্বশেষ খবর