বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে গ্রেফতার ভেজাল সয়াবিন বাজারজাতকারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খোলা বাজার থেকে সয়াবিন তেল সংগ্রহ করে অননুমোদিত ব্র্যান্ডের লোগো ব্যবহার করে বাজারজাত করার অপরাধে চট্টগ্রামে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার নগরীর কর্ণফুলী থানার কালারপোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। এ সময় ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল সয়াবিন বাজারজাতের বিষয়ে জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় কর্ণফুলীর কালারপোল স্কুলের পূর্ব পাশে শাহ অহিদিয়া দরবার মার্কেটের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন খাদ্যদ্রব্য ও অবৈধ ভেজাল সয়াবিন তেল মজুদ করে রাখতে দেখা গেছে। অভিযানে চক্রের মূল হোতা মো. আলমগীর, চক্রের সদস্য সাইফুল ইসলাম হৃদয় ও মো. শাকিলকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় জব্দকৃত তেলের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অভিযুক্তরা বাজারজাত করার উদ্দেশে তেল সংরক্ষণের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর