বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

৯০ টাকার স্যালাইন ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এখন স্যালাইন সংকট তীব্র। দ্বিগুণ বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে স্যালাইন। বেশি টাকা দিয়েও কখনো কখনো মিলছে না স্যালাইন। বেশ কিছুদিন ধরে এমন সংকট তৈরি হয়েছে। রাজশাহীর প্রায় সব ফার্মেসিতে একই অবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, স্যালাইন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে। ফলে কেউ কেউ পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে স্যালাইন এনে রাজশাহীতে বিক্রি করছেন বাড়তি দামে। রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার দাদু ফার্সেসি, ওল্ড রাজশাহী ফার্মেসি, শাহিন মেডিকেল হোমসহ অন্যান্য ফার্মেসির ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা চাইলেও ওষুধ কোম্পানির লোকজন স্যালাইন সরবরাহ করছেন না। ফলে রোগীদের চাহিদামতো কলেরা স্যালাইন দেওয়া যাচ্ছে না। সংকটের সুযোগে ৯০ টাকা দামের স্যালাইন ২০০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি করছেন অনেকে।

আবু খালিদ নামের এক রোগীর স্বজন জানান, তার রোগীর জন্য কলেরা স্যালাইন প্রয়োজন হলে তিনি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার কয়েকটি ফার্মেসি ঘুরেও তা পাননি। পরে ৩০০ টাকা দিয়ে একটি স্যালাইন কেনেন। আরেক রোগী নজরুল ইসলাম বলেন, ‘আমি ৯০ টাকার স্যালাইন কিনেছি ২০০ টাকায়।’

রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, স্যালাইন সংকট থাকার কথা নয়। তারপরও অনেকে হয়তো কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে মনিটরিং করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর