বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাবির হলে খাবারের দাম বৃদ্ধি, ক্যান্টিনে তালা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলে ভুয়া তালিকা তৈরি করে খাবারের দাম বৃদ্ধির অভিযোগে ক্যান্টিনে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খাবারের দাম কমিয়ে মান বাড়ানোর দাবি জানান তারা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দাবি মেনে নিলে তালা খুলে দেওয়া হয়।  শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিন মালিক নিজের মতো একটি তালিকা তৈরি করে খাবারের দাম বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে বলে এটা হল প্রশাসনকে জিজ্ঞেস করেন। এ ছাড়া ক্যান্টিন মালিক শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। রাতের বেঁচে যাওয়া খাবার সকালে বিক্রি করেন। নোংরা প্লেট-গ্লাসে খাবার পরিবেশন করেন। ক্যান্টিন মালিক খোকন মিয়া বলেন, সব কিছুর দাম বেশি। তাই আশপাশে দোকানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ তালিকা তৈরি করা হয়েছে। এ ব্যাপারে হল প্রশাসনকে অবগত করা হয়েছে। কেননা ক্যান্টিনে যেভাবে খাবার পরিবেশন করা হয়, এ দামে বিক্রি করে তেমন লাভ থাকে না। এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, এটা তিনি বৃদ্ধি করেননি। খাবারের দাম বৃদ্ধির অভিযোগ ওঠায় ক্যান্টিন মালিক ও শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করেছি। শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছে সে প্রেক্ষিতে ক্যান্টিন মালিককে বলা হয়েছে। তিনি খাবারের দাম কমাতে রাজি হয়েছেন। পরবর্তীতে একই ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভুয়া তালিকা কার নির্দেশে ঝুলিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর