বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুবিতে শিক্ষার্থীদের র‌্যাগিং তিন সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানসিক হয়রানির অভিযোগ উঠেছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন। নির্দিষ্ট ক্লাস শেষ হওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা ক্লাসে আটকে রাখা, সিনিয়রদের নাম জিজ্ঞাসা করা, না পারলে গালিগালাজ করা, সন্ধ্যার পর ক্যাম্পাসের ভিতরে কোথাও ডেকে নিয়ে হয়রানি করার অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। খুবির ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন জানান, ১৬ আগস্ট থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নানাভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানসিক হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর