বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জনগণের জানমাল রক্ষার্থে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জনগণের জানমাল রক্ষার্থে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি

আগামীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ আইনানুগ দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল পুলিশ সদর দফতরে পুলিশ সদস্যদের শুদ্ধাচার পুরস্কার-২০২১-২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। এ অবস্থা ধরে রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশপ্রধান বলেন, পেশাদারিত্ব ও শুদ্ধতার সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। আমরা যারা সরকারি দায়িত্বে নিয়োজিত আছি তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আবার সততাও বজায় রাখতে হবে। আমরা যাদের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেছি তার চেয়ে অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচারের চর্চা করে থাকেন।

কারণ প্রধানমন্ত্রী ঘোষিত জঙ্গিবাদ-সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য পুলিশের সব ইউনিটের সদস্য একসঙ্গে কাজ করেছেন বলেই দেশে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় ছিল। ফলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর