বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতের র‌্যাডিসন হোটেলের পেছনে স্টাফ কোয়ার্টার রেলগেটে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনেরই বয়স আনুমানিক ২০। গতকাল সকাল ৯টায় এ ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বিকালে সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। এদিকে গতকাল বিকাল সাড়ে ৫টায় বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত আরেক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫। তাকে ঢামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর [পেছনের পৃষ্ঠার পর] রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী সোহেল জানান, বিকালে তারা বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা জানতে পারেন- কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সোহেল বলেন, ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে তার নাম-পরিচয় পাইনি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর বিষয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ওই দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর