বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাদীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা চান ড. ইউনূসের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব চেকলিস্ট জালিয়াতি করে ড. মুহাম্মদ ইউনূসকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে কলকারখানার মহাপরিদর্শক, মামলার বাদীসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী। গতকাল ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ আর্জি জানান গ্রামীণ টেলিকমের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এ সময় আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। গতকাল তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর