শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মধ্যস্বত্বভোগীরা আইনি কাঠামোয়

বৈদেশিক কর্মসংস্থানের রিক্রুটিং প্রক্রিয়া নিয়ে সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক

মধ্যস্বত্বভোগীরা আইনি কাঠামোয়

বৈদেশিক কর্মসংস্থানের রিক্রুটিং প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীরা আইনি কাঠামোর আওতায় আসছে। এক্ষেত্রে নিবন্ধনের মাধ্যমে তারা স্বীকৃতি পাবে। এমন বিধান করে জাতীয় সংসদে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন-২০২৩’ পাস হয়েছে। গতকাল ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। আইনে রিক্রুটিং এজেন্সিগুলোর জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার অতিরিক্ত হিসেবে অপরাধ সংঘটনের জন্য রিক্রুটিং এজেন্সিকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে। তদন্ত ও শুনানি ছাড়া অভিযোগের গুরুত্ব বিবেচনায় রিক্রুটিং লাইসেন্সের কার্যক্রম স্থগিত করার বিধান করা হয়। বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বিরোধীদলীয় সদস্যরা প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন ও প্রতারণার চিত্র তুলে ধরেন। আদম ব্যবসায়ীরা (রিক্রুটিং এজেন্সি) সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে নিঃস্ব করে ফেলছে বলেও অভিযোগ করেন তারা। এতে অংশ নেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম, হাফিজ উদ্দিন আহম্মেদ, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান ও পীর ফজলুর রহমান এবং গণফোরামের মোকাব্বির খান ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু। বিলের ওপর আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, নারীরা লাশ হয়ে ফিরে আসছেন। কিন্তু বলে দিচ্ছে স্বাভাবিক মৃত্যু। দেশে লাশ আসার পর পোস্টমর্টেম করা উচিত। এভাবে গিয়ে নির্যাতিত হয়ে মৃত্যুবরণের চেয়ে দেশে কাজের সুযোগ করে দেওয়া উচিত। যারা কাজের উদ্দেশে বিদেশে যান, এয়ারপোর্টে তারা এমনভাবে নিগৃহীত হন, যেন তারা অপরাধী। আসার সময়ও হয়রানির শিকার হন। এয়ারপোর্টে তাদের জন্য আলাদা ডেস্ক করা দরকার। একই দলের হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, সরকার কম খরচে দরিদ্র মানুষের বিদেশে কর্মসংস্থানের সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু আদম ব্যবসায়ীরা সাধারণ মানুষকে নিঃস্ব করে ফেলছে। ৫০ হাজার টাকা খরচ হলে শ্রমিকদের কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়। শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় ও শিল্প খাত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামে সংসদে তিনটি শিক্ষা বিল উত্থাপিত হয়েছে। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের বৈঠকে দুটি বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল-২০২৩’ উত্থাপন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে বিল তিনটি অধিকতর পরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩’ এবং ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল-২০২৩’ নামে পৃথক দুটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর বিল-২০২৩’ উত্থাপনকালে শিক্ষামন্ত্রী বলেন, কৃষিবিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শরীয়তপুরে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিবেশন সমাপ্ত : গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ রাষ্ট্রপতির নির্দেশে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপ্তির ঘোষণা করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এ অধিবেশন শুরু হয় গত ৩ সেপ্টেম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর