শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবারও আবেদনের সুযোগ দিল ইসি

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেয়েছে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থা। এ সংস্থাগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ আগামী পাঁচ বছর বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা আরও বাড়াতে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে নিবন্ধন পাওয়ার আবেদন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নিবন্ধন-বঞ্চিত সংস্থাসহ যোগ্য অন্যান্য বেসরকারি সংস্থাও নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করতে পারবে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নির্বাচন কমিশন ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে আগামী পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছে। অর্থাৎ তাদের মেয়াদকাল হচ্ছে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ও পরে ১৯৯টি ও ১১টি সংস্থা পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করে। গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি সংস্থার তালিকা প্রকাশ করে আপত্তি আহ্বান করে সংস্থাটি। এদের মধ্যে দুটি সংস্থার বিষয়ে ইসিতে অভিযোগ আসায় বাকি ৬৬টি সংস্থাকে গতকাল নিবন্ধন দেওয়া হয়। তবে দুটি সংস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত আসতে পারে। ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। এদিকে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত গতকাল এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- নির্বাচন কমিশনের নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ অনুসারে ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

 যোগ্যতাসম্পন্ন সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে। নিবন্ধিত সংস্থা এ সময়ের মধ্যে অনুষ্ঠিত সব নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। ২৪ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে ইসি সচিব বরাবর আবেদন দাখিল করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর