শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
চট্টগ্রামে নাশকতার মামলা

বিএনপি-জামায়াতের ৪৪ নেতা-কর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৪৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ অক্টোবর নগরের বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি জামায়াতের ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৪৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী বলেন, নগরের বায়েজীদ বোস্তামী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় ৪৪ আসামির চার্জ গঠনের দিন ধার্য ছিল। আদালতে শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই মামলায় আসামি একই ৪৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর