শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পদোন্নতিসহ ছয় দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষা ক্যাডারদের

নিজস্ব প্রতিবেদক

যোগ্য সব কর্মকর্তার পদোন্নতিসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সারা দেশের শিক্ষা ক্যাডারদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রাঙ্গণে সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর দেড়টা পর্যন্ত। কর্মসূচিতে সারা দেশের ২ শতাধিক শিক্ষা ক্যাডার কর্মকর্তা অংশ নেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রয়োজন মাফিক পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্তক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষার সব দফতরে শিক্ষা সংশ্লিষ্টদের পদায়ন। অনুষ্ঠানে সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, পদোন্নতির জন্য আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। পদসৃজন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের ১২ হাজার ৪৪৪টি পদসৃজন ৯ বছর ধরে ঝুলে রাখা হয়েছে। স্মার্ট বাংলাদেশ শিক্ষকরাই গড়ে তুলবে। কিন্তু তাদের প্রাপ্য সম্মান, অধিকার যদি না দেওয়া হয় তাহলে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব না আমরা। শিক্ষা প্রশাসনের সব দফতরে শিক্ষা সংশ্লিষ্টদেরই দায়িত্ব দিতে হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষার অনেক দফতরে অন্যরা বসে আছেন। এটা ব্যবস্থাপনার ঘাটতির কারণে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শওকত হোসেন মোল্ল্যা বলেন, পদোন্নতির মতো একটি স্বাভাবিক প্রক্রিয়াতেও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বঞ্চিত করা হয়। সব যোগ্যতা অর্জনের পরও বছরের পর বছর শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন না। অবস্থান কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহসভাপতি অধ্যাপক মো. দবিউর রহমান, যুগ্ম মহাসচিব বিপুল চন্দ্র সরকার, প্রচার সচিব অধ্যাপক মোহাম্মদ ফাতিহুল কাদীর, আইন সচিব মো. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর