শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মোহাম্মদ আরিফ। গত বুধবার যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, একটি কম্পিউটার সিপিইউ, একটি হার্ডডিস্ক ড্রাইভ, একটি পাসপোর্ট ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়। গতকাল রাজধানীর বারিধারায় এটিইউ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির এসপি (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেফতার আরিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন। তিনি কথিত ইসলামী বক্তা জসীম উদ্দিন রাহমানি, তামিম আল-আদনানীদের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে এবিটির সক্রিয় সমর্থক ও সদস্য হয়। এবিটিতে যুক্ত হওয়ার পর আরিফ তার বর্তমান ঠিকানা টঙ্গী বাজার চেয়ারম্যানবাড়ি এলাকায় গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনি এবিটির সদস্য সংগ্রহ ও সংগঠিত করার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেফতার আরিফ, পলাতক আসামি ইয়াকুব হুজুর, ওমর ফারুক ও জাহাদ খানসহ তাদের অজ্ঞাতনামা সহযোগী আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর