শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
স্যালাইনের কৃত্রিম সংকট

দাম বেশি রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মুমূর্ষু রোগী, সিজারের রোগী ও বিভিন্ন অসুস্থতাজনিত কারণে শরীরে লবণ পানির ঘাটতি মেটাতে ব্যবহার হয় ডিএনএস স্যালাইন। বর্তমানে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে স্যালাইনের। এ সুযোগকে কাজে লাগিয়ে স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করছেন কিছু ওষুধ ব্যবসায়ী। এ পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক সারা দেশে ফার্মেসিতে অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন।

গতকাল নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ফার্মেসি পয়েন্ট নামে একটি ওষুধের দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃত্রিম সংকট তৈরি করায় জরিমানা করা হয় রংপুর মহানগরীর দুটি ফার্মেসিকে। কুমিল্লা নগরীতে পাঁচ ফার্মেসিকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল এলাকায় দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দিনাজপুরে বিভিন্ন ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুরে স্যালাইনের দাম বেশি নেওয়ার কারণে ১৫ হাজার টাকা জরিমানা ও ফার্মেসিটি সাময়িক বন্ধ করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর