শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চার দিনেও উদ্ধার হয়নি সাগরে ভাসমান ১৭ জেন্ডে

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন উপকূলের মান্দারবাড়ীয়ায় গভীর সমুদ্রে এফবি মা নামে একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৭ জেলে চার দিনেও উদ্ধার হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অশান্ত সাগরে ভাসমান এ জেলেরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে তাদের উদ্ধারে ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কিছুক্ষণ পর ট্রলারটি আবার মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ওই ফিশিং ট্রলারসহ জেলেদের উদ্ধার অভিযান চালাচ্ছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। ট্রলারটি সাগরের কোথায় রয়েছে গতকাল বিকাল পর্যন্ত তা নিশ্চিত হতে পারেনি কোস্টগার্ড। ১৭ জেলের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন গ্রামে।

ট্রলারটির মালিক পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালাম মোবাইল ফোনে জানান, তার ট্রলার নিয়ে ১৭ জেলে ১০ সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে যান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অন্য সব ফিশিং ট্রলার দুই দিন আগেই উপকূলে ফিরলেও আমার ট্রলারটির খোঁজ মিলছিল না। জেলেরা বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেই জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা তিন দিন ধরে উত্তাল সাগরে ভাসছেন। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের অপারেশন অফিসার লে. মুনতাসীর ইবনে মহসিন জানান, দুবলা স্টেশনের সদস্যরা সাগরে ভাসতে থাকা জেলেদের সন্ধানে কাজ শুরু করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর