শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় স্যালাইন সংকট বাড়তি দামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চাহিদায় ফার্মেসিগুলোয় আইভি স্যালাইনের (শিরায় দেওয়া) সংকট তৈরি হয়েছে। বাড়তি দাম দিয়েও স্যালাইন পাওয়া যাচ্ছে না। ৮৭ টাকার স্যালাইন ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি হাসপাতালেও স্যালাইনের সংকট। জানা যায়, এক সপ্তাহের বেশি সময় ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে কোনো স্যালাইন সরবরাহ করা হয়নি। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ৩ হাজার লিটার স্যালাইন এসেছে। কিন্তু চিকিৎসাধীন থাকা বিপুল সংখ্যক রোগীর তুলনায় তা খুবই সামান্য।

চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি থাকা বেশির ভাগ রোগীর চিকিৎসার জন্য স্যালাইন প্রয়োজন হয়। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্যালাইন খুবই জরুরি। একজন রোগীকে দিনে এক থেকে দুই লিটার, কোনো ক্ষেত্রে এর বেশি স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। পর্যাপ্ত স্যালাইনের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। সরেজমিন নগরীর হেরাজ মার্কেট, ময়লাপোতা, সোনাডাঙ্গা ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে স্যালাইনের সংকট রয়েছে। ওষুধ ব্যবসায়ীরা জানান, এ মুহূর্তে স্যালাইনের সরবরাহ নেই। অগ্রিম টাকা দিয়েও স্যালাইন পাওয়া যাচ্ছে না। তবে কিছু দোকানে স্যালাইন থাকলেও দাম দ্বিগুণ তিন গুণ বেশি চাওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। অন্যদিকে স্যালাইনের সংকটকে পুঁজি করে সিন্ডিকেট বন্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ৮৭ টাকা মূল্যের স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় নগরীর শান্তিধাম মোড়ের নিউ দিলীপ ফার্মেসিতে ১৪ সেপ্টেম্বর অভিযান চালানো হয়। সেখানে অতিরিক্ত দাম নেওয়ায় ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে আশপাশের দোকানিরা স্যালাইন বিক্রিই বন্ধ করে দেন। গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩৭ জন। ছাড়প্রাপ্ত পাওয়া রোগীর সংখ্যা ৩৬। গত দুই দিনে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে ২৩৮ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর