শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আমরা সারা বছর ইলিশ মাছ রপ্তানি করি না : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আমরা সারা বছর ইলিশ মাছ রপ্তানি করি না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ভারতে ইলিশ মাছ রপ্তানি প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সারা বছর ইলিশ মাছ রপ্তানি করি না। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের বাঙালির বড় উৎসব। আমরা শুভেচ্ছাস্বরূপ উৎপাদিত ইলিশের মাত্র ২ ভাগ রপ্তানি করি।’ গতকাল সকালে ঢাকা থেকে রংপুর এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনটি কৃষিপণ্যের বেঁধে দেওয়া দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পিঁয়াজ, আলু, ডিম বেঁধে দেওয়া এ তিনটি কৃষিপণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এর পরও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। মুক্তবাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায় তা নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর