শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নকল পণ্য উৎপাদন, কেরানীগঞ্জে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে মোট ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাব-১০ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-১০ এর সমন্বয়ে কেরানীগঞ্জে এই অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করে। এর মধ্যে সোমা এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা, শহিদ কেমিক্যাল কোম্পানিকে ৫০ হাজার টাকা, মদিনা ফাইবার গ্লাসকে ২ লাখ টাকা, নিউ বিসমিল্লাহ ফাইবার গ্লাসকে ৩ লাখ টাকা ও সততা ফাইবার গ্লাসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ইএনএস এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা, মরিয়ম ক্যাবলসকে নগদ ৩ লাখ টাকা, দিন টিন ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ টাকা, আলফা বলপেন ইন্ডাস্ট্রিজকে ৮ লাখ টাকা, রমজান প্লাস্টিককে ১০ লাখ টাকা ও ডায়সিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে নগদ ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর